Skip to main content

Magazine CTP Output Setting (Pin Back to Back) in Illustrator for Printing

গ্রাফিক ও প্রিন্টিং-এ ক্রিয়েটিভিটির জুড়ি নেই। একটি সুন্দর ডিজাইন যে কাউকে সহজেই মুগ্ধ করতে পারে। মানুষের ফোকাস কেড়ে নেই। মানুষ নিজের অজান্তেই ডিজাইনারের প্রশসংসা করে ফেলে।

প্রতিটি ডিজাইনার কিছু নির্দিষ্ট নিয়ম মেনে ডিজাইন করে। যেমন সাইজ, মার্জিন, ব্লিড, ফন্ট, স্পেসিং ইত্যাদি। ডিজাইন এপ্রুভ হওয়ার পর আউটলাইন করে, ইপিএস করে ফাইলটি সেভ করতে হয়। এরপর প্রেস / প্রিন্ট ডিজাইনাররা এটাকে সিটিপি আউটপুট সেটিং দেন। যারা প্রেস / প্রিন্ট ডিজাইনার তারা ডিজাইন ও আউটপুট সেটিং দুটিই করে থাকেন। আর যারা ফ্রিল্যান্সিং করেন, তারা শুধু ডিজাইন করেই ক্লায়েন্টকে ফাইলটি পাঠিয়ে দেন। ক্লায়েন্ট আবার অন্য প্রেস ডিজাইনারকে দিয়ে আউটপুট / প্লেট সেটিং করান এবং ফাইনালি প্রিন্ট করেন।

আর যারা বিভিন্ন দেশীয় কোম্পানিতে কাজ করেন বা বিদেশে সরাসরি প্রিন্টিং অফিসে কাজ করেন, তাদের তো প্লেট আউটপুট সেটিং জানতেই হয়।

আমি (সাইফুল বিন আ. কালাম) তৈরি করছি বিভিন্ন কাজের ধারাবাহিক আউটপুট সেটিং টিউটোরিয়াল। ইতোমধ্যে ম্যাগাজিন ও বইয়ের ফর্মা সেটিং উপর দুটি টিউটোরিয়াল তৈরি করেছি। যার একটি জুরি প্লেট সেটি ও অপরটি পিন-ব্যাক-টু-ব্যাক সেটিং-এর উপর।

ভিডিওগুলো দেখুন, আপনাদের মতামত জানান। ধন্যবাদ।

Jury Plate Setting Tutorial: https://youtu.be/b0giypg2YzM
৮ পেজ জুরি সেম্পল:  https://goo.gl/c1VW5w
১৬ পেজ জুরি: https://goo.gl/fmxKe1
পিন ব্যাক টু ব্যাক: https://goo.gl/CyxNCe
প্রিন্টিং মার্ক ফাইল: https://goo.gl/DrTeBD
ফেইসবুকে আমি: https://www.facebook.com/saiful.islam.developer
Behance-এ আমি: https://www.behance.net/saifulbinakalam

Comments

Popular posts from this blog

কম্পিউটারে আরবি লিখন পদ্ধতি ও কিছু কথা (قَاعِدَةُ كِتَابَةِ الُّغَةِ العَرَبِيِّ فِي كَمْبِيُوتَرَ واقْوَالِهَا)

যোগাযোগের অন্যতম মাধ্যম  হলো ভাষা। পৃথিবীতে প্রায় ৭০০০-এরও অধিক ভাষা  (اللُّغَةُ) প্রচলিত রয়েছে। এসব ভাষায় বিভিন্ন জাতি ও গোষ্ঠীরা তাদের ভাব বিনিময় করে। তবে পৃথিবীর সব মানুষই তাদের মাতৃভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। এ জন্যই কবি রামনিধি গুপ্ত বলেছেন-  “নানান দেশের নানা ভাষা  বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা?”   এরপরও বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে মানুষকে বিভিন্ন ভাষা ব্যবহার করতে হয়।  ইংরেজি ও আরবি তার মধ্যে অন্যতম। তাছাড়া মুখাভিনয়ের মাধ্যমেও মানুষ গ্লোবালি কমিউনিকেট করতে পারে। মুসলমানদের জন্য ধর্মীয় জ্ঞান আহরণে আরবি ভাষা শিখাটা খুবই জরুরি। কুরআন ও হাদিসের প্রকৃত মর্মবাণী উপলব্ধি করতে হলে আরবি ভাষা জানার বিকল্প নেই। আধুনিক শিক্ষার অগ্রগতির অন্যতম হাতিয়ার কম্পিউটার। কম্পিউটারের একেবারে প্রাথমিক ও মৌলিক স্কিল হচ্ছে টাইপিং। কম্পিউটার টাইপিং-এর সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো ফলো করলে খুব সহজে পৃথিবীর যে কোন ভাষা টাইপ করা যায়। আমি সাইফুল বিন আ. কালাম , ইংরেজি, বাংলা ও আরবি তিন ভাষারই টাইপিং পদ্ধতি নিয়ে ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি। বাংলা টাইপিং টিউটোরিয়াল: https://youtu.be/

শিখুন ম্যাগাজিন ও বইয়ের প্লেট / সিটিপি সেটিং (জুরি)

একটি অ্যাড ফার্মে কাজ করতাম বছর তিনেক আগে। বই ও ম্যাগাজিনের অনেক কা জ করেছি। নির্দিষ্ট সাইজ নিয়ে .৭৫ ইন্সি অপসেট পাথ রেখে পেজকে কাজ অনুযায়ী দু কলাম তিন কলামে ভাগ করে লিংক করে কাজ করাটাই ডিজাইন। প্রতি ৮ পেজে ফর্মা হিসেব করে কাজ করতাম। কিন্তু বিপত্তিটা হতো আউটপুট সেটিং দিতে গিয়ে। শাফুল দা পেছনে বসে ডিরেকশন দিতো, আর আমি সেটিং দিতাম। ভাল করে বুঝতাম না। উনিও অত ইজি করে বোঝান নি। আমিও শেখার খুব আগ্রহ দেখাইনি কারণ সময়মত শাফুল দাকে তো পাচ্ছিই; তাহলে শুধু শুধু এত প্রেশার নিয়ে লাভ কী! কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার মাত্র বুঝবেন আউটপুট সেটিং যে কতটা গুরুত্বপূর্ণ। আপনি যতই ডিজাইন জানেন, প্রিন্টিং আউটপুট সেটিং যদি না বুঝেন, আপনাকে সঠিক মূল্যায়ন করা হবে না। ভাল প্রতিষ্ঠানে গেলেই প্রথম প্রশ্ন আউটপুট ছাড়তে পারবেন কি না? আউটপুট সেটিং ডিজাইনের প্রাণ। অবশ্য যারা শুধুই ফ্রিল্যান্সিং করেন, লোকাল কোম্পেনিতে কাজ করেন না, তাদের ক্ষেত্রে এটা না জানলেও তেমন সমস্যা হবে না। তবে এ শিল্পে পেশাদার হতে হলে অবশ্যই প্রিন্ট আউটপুট সেটিং জানতে হবে। এরপর গুগল ও ইউটিউবে অনেক সার্চ করেও ভাল প্রিন্ট আউটপুট সেটিং-এর

সমাস শিখতে এখন আর ছয় মাস লাগেনা

সমাসের কাজ হলো একাধিক পদকে এক পদে পরিণত করা। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপন বা লম্বা একটা বাক্যকে সংক্ষিপ্ত করে এক শব্দে প্রকাশ করা। যেমন: শোক প্রকাশের সভা > শোকসভা। এখানে শোকসভাই হলো মূলত সমাস। আর শোক প্রকাশের সভা হলো সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আমরা জানি বাক্যের অন্তরগত প্রত্যেকটি শব্দকে পদ বলে আর সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের প্রত্যেকটি শব্দকে সমস্যমান পদ বলে। আর সমাসকে অর্থাৎ ব্যাস বাক্য থেকে সংক্ষিপ্ত হওয়া পদটিকে বলে সমস্ত পদ। সমাজ ছয় প্রকার: আমার জনৈক বন্ধু সমাসের ছয় প্রকার কোন ভাবেই মনে রাখতে পারতো না। সে বলতো দিক অত বদদোয়া তবু আমি সমাসের ছয় প্রকার মনে রাখতে পারবনা। কিন্তু দিক অত বদদোয়া র মাঝেই সমাসের ছয় প্রকার রয়েছে।  দি = দ্বিগু ক = কর্মধারয় অ = অভ্যয়ীভাব ত = তৎপুরুষ ব = বহুব্রীহি দ = দ্বন্দ্ব প্রথমে আমরা কর্মধারয় সমাস নিয়ে বিস্তারিত শিখব। যে সমস্থ সমাসে আমরা কোন কিছুর সাথে তুলনা করি (বাস্তব, অবাস্তব বা রূপক) সেটিই কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস ৩ (তিন) প্রকার। উপমান  উপমিত রূপক উপমান শব্দের মাঝে আছে (উপমা), যেই উপমা সত্য