Skip to main content

Posts

Showing posts from June, 2020

আলহেরা পাঠাগার ও আমরা কেন নাই!!!

প্রখ্যাত বুযুর্গানে দ্বীন ও খ্যাতি সম্পন্ন মুফাস্সিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী হুজুরকে দিয়ে এই সংগঠনের উদ্বোধন। 1987 থেকে এই সংগঠন দ্বীন প্রচার ও সমাজ উন্নয়নে প্রচুর ভূমিকা রেখে আসছে। এই সংগঠনকে সমাজের তৃণমূলের সংগঠন হিসাবে দাবি করা হলেও তৃণমূল তো দূরে থাক, সংগঠনের কার্যকরী পরিষদেরও বস্তুত কোন ফলপ্রসূ ক্ষমতা ছিল না। সংগঠনের শুরু থেকে আজ অবধি বিভিন্ন সময় ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলা হলেও একজনের হাতে সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ, অগুরুত্বপূর্ণ এমনকি সংগঠনের গঠনতন্ত্র সংশোধনেও যথেষ্ট স্বেচ্ছাচারিতা প্রদর্শন করা হয়েছে। দাপ্তরিকভাবে সকলের মতামত ও কার্যকরী পরিষদের সামগ্রিক সিদ্ধান্তে কাজ বা সিদ্ধান্ত গৃহীত হওয়ার কথা বলা হলেও একজনের একক সিদ্ধান্তে ও কলাকৌশলে এই সংগঠন পরিচালিত হয়ে আসছে। শুধু তাই নয়, তৃণমূল বা বিভিন্ন সময়ে গঠিত কার্যকরী পরিষদরাও  কোন সময় মনমতো জবাবদিহি আদায় করতে পারে নাই। বিভিন্ন সময় গঠিত কার্যকরী পরিষদরা নিজেদের কাছে সমস্ত কাগজপত্র এমনকি সমস্ত আর্থিক লেনদেনের হিসাব ও সঞ্চিত অর্থের যৌক্তিক হস্তান্তর দাবি করলেও তা মানা হয

ইদ 2020 ও হিংসুকের হিংসার শিকার

আরেকটা দিন, তারপরেইতো নতুন চাঁদ, ইদের নামাজ ও হৃদয় নিংড়ানো ভালোবাসা বিনিময় এবং হরেক রকম খাবার-দাবারের আয়োজন। করোনা পরিস্থিতিতে এখন প্রতিদিন গড়ে প্রায় দেড় থেকে দুই হাজার সংক্রমণ ছুঁয়ে যাচ্ছে। সামনের দিনের ভয়াবহতা উপলব্ধি করে হয়তো এবারের ইদের নামাজ ইদগাহে বা মসজিদে গিয়ে পড়া হবে না, করা হবেনা কারো সাথে কোলাকুলি বা ন্যূনতম হ্যান্ডশেক করে শুভেচ্ছা বিনিময়। যাওয়া হবে না তোমাদের বাড়ি বাড়ি, আমার বাড়িতেও তোমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে না। বাস্তবতার সোজা পথে চলতে গিয়ে বছরজুড়ে ছোট-বড়, ভালো-খারাপ কিছু মানুষের সাথে সম্পর্কের টানাপোড়েন পরে, এগুলোকে গুছিয়ে দিতে ইদ একটি বড় মাধ্যম। ইদের নামাজের পরে সব রকমের বন্ধু-শত্রু যাদের সাথে বছরজুড়ে মনোমালিন্য হয়েছে, সবার সাথে কোলাকুলি, সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময় করে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু এবছর সেটি আর হয়ে উঠলো না। তবু তোমাদের সবার প্রতি আমার রইল সশ্রদ্ধ ভালোবাসা ও আন্তরিক অভিবাদন। বছর দশেক ধরে দীর্ঘ সময় নিজ গ্রামে বা বাড়িতে থাকা হয় না। বিশ্ব মহামারির এই পরিস্থিতিতে দীর্ঘদিন নিজ এলাকায় থেকে ভিলেজ পলিটিক্স বা গ্রা