Skip to main content

Posts

Showing posts from January, 2021

(প্রেমিক) তুমি কার জন্য কাঁদো?

কিছু হারালে কাঁদতে হয়না পাগলা! যা পেয়েছিলে পৃথিবী তোমাকে দিয়েছিলো, যা হারিয়েছ পৃথিবী আবার নিয়ে গেছে। তোমার তো নিজের বলতে কিছুই ছিলনা, তো লস কিসের? শুধু তুমি নয়, চলার পথে অনেক মহৎ ব্যক্তিরাও অনেক কিছুই হারায়, আবার তারচেয়ে ভাল কিছু অর্জনও করে। তোমার কর্ম বলে দিবে তুমি কী পাবে। তোমার ধৈর্য তোমাকে মহৎ কিছু এনে দিবে। যে চলে যাচ্ছে, তাকে যেতে দাও। যে হিংসা করছে তাকে আরো হিংসা করতে দাও। তাকে বুঝিয়ে দাও নিন্দুকের নিন্দার চেয়ে, হিংসুকের হিংসার চেয়ে, তোমার সম্ভাবনা বহুগুণ বেশি। তুমি নদী দেখছ, তখন বুঝতে পেরেছ পুকুর অনেক ছোট ছিল। তুমি সাগর দেখেছ, তখন আরো বুঝতে পেরেছ নদী কিছুই ছিলনা। তুমি মহাসাগর এখনো দেখনি, দেখবে সাগর কিংবা নদীর চেয়ে মহাসাগর কত বিশাল! কারো হিংসা তোমাকে কাঁদাতে পারে না, কারো চক্ষুশূল তোমাকে থামাতে পারেনা। হয় তুমি হারানোর বেদনায় ধ্বংস হবে, নয়তো ঘোরে দাঁড়াবে। বিশ্বকে দেখিয়ে দিবে তুমি কাপুরুষ ছিলেনা। তুমি নিজের পছন্দ বিসর্জন দিয়েও বাঁচতে পার। নিজেকে নতুনভাবে গড়তে পার। ভবিষ্যৎ কেউ এসে যাতে বলতে না পারে তুমি অমুকের প্রতি দুর্বল ছিলে। অমুকের বিরহে তুমি কেঁদেছ কিংবা তুমি একটা অকালপক্ক্ ছ