Skip to main content

Posts

Showing posts from December, 2019

Voice Change করতে এখন ইংরেজিতে পন্ডিত হওয়া লাগেনা

প্রতিযোগিতামূলক সব পরীক্ষাতে ভয়েস পরিবর্তন বিষয়ক একটি প্রশ্ন আসাটা একেবারেই কমন। অনেকে গভীরভাবে গ্রামার প্রয়োগ করতে গিয়ে পরীক্ষার বারোটা বাজিয়ে আসেন। তো আজকের পর আর ভুল হওয়ার কোন চান্স থাকবেনা এই লিখাটি পড়ার পর। ভয়েস দু’প্রকার বলা হলেও মূলত ভয়েস ৩ প্রকার। যেমন: Active Voice: যে বাক্যে সাবজেক্ট নিজের কাজটা সরাসরি নিজেই সম্পন্ন করে তাকে একটিভ ভয়েস বলে। যেমন:  (1) He writes a letter, (2) She collected the rose, (3) He has written the book, (4) The government is importing the sugar from Brazil. Passive Voice যে sentence এ সাবজেক্ট অলস থাকে বা সাবজেক্ট এর জায়গায় অবজেক্ট বসে বা subject এর জায়গায় যে বসে সে আসলে ঐ কাজটা নিজে নিজে সম্পন্ন করতে পারে না। যেমন: A letter is written by me, (2) The rose was collected by her, (3) The book is written in English, (4) Sugar is imported from Brazil. এখানে লেখার কাজটা লেটার করেনি, সংগ্রহের কাজটি গোলাপ করেনি, লিখার কাজটা বুক বা বই করেনি, আমদানির কাজটা সুগার বা চিনি করেনি বা করতে পারে না। অপরদিকে একটিভ ভয়েসে লেখার কাজটা He করেছে, সংগ্রহের ক