Skip to main content

Posts

Showing posts from May, 2018

স্যাটেলাইট রহস্য ও বঙ্গবন্ধু-১

পদার্থবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্রমতে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই বলে কি কর্ম বন্ধ হয়ে যাবে? থেমে যাবে অগ্রযাত্রা? বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশ আরো একধাপ এগিয়ে গেল প্রতিযোগিতার টেক দুনিয়ায়। নিন্দুকেরা সবসময় নিন্দাই করে যাবে। কোন কাজের ভাল দিক তাদের চোখে পড়বে না। কারণ তাদের একমাত্র উদ্দেশ্য নিন্দা চালিয়ে যাওয়া। একটা নেগেটিভ কথা দিয়ে লেখাটা শুরু করতে হলো এ জন্য যে, সোশাল প্লাটফর্মে বেশিরভাগ মানুষই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে নানা নেগেটিভ পোস্ট ও মন্তব্য দিয়ে যাচ্ছে, তাই। একটা প্রজেক্টে লাভ-লোকসানের আশংকা থাকতেই পারে। তাই বলে কি বাংলাদেশ কোন দিনও নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে না? চ্যালেঞ্জ না নিলে বড় কিছু অর্জন সম্ভব হয় না। ভারত যখন প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করছিলো, তখন ভারতের জনগণও একইভাবে স্যাটেলাইটের বিরোধিতা করে ছিল। তারপরেও কি ভারত স্যাটেলাইট প্রজেক্টে লস করেছে?  BS-1ও বাংলাদেশর একটি বিগ বাজেটের চ্যালেঞ্জ যা সফল হলে আগামী ৬/৭ বছরেই লাভের মুখ দেখতেও পারে বাংলাদেশ। তাছাড়া এটি সম্পূর্ণ বাণিজ্যিক প

ম্যাগাজিন ডিজাইন শিখুন প্রিন্টিং পর্যন্ত (Magazine Design)

ভিডিও: https://youtu.be/uNRgRI7XVCY ♣ লোকাল বা অনলাইন দুদিকেই ম্যাগাজিন ডিজাইন একটি বিশাল প্রজেক্ট। ভাল মানের মাগাজিন সব প্রিন্টিং প্রতিষ্ঠান করতে পারে না। ঢাকার নীলক্ষেত বা চট্টগ্রামের আন্দরকিল্লারমত প্রিন্টিং জোনেও কয়জনইবা মানসম্মত ম্যাগাজিন করে। তবে হ্যা, ঢাকার মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল ও বাংলা বাজারেরমত রয়েল প্রিন্টিং জোনগুলোতে ভালো মানের ম্যাগাজিন ডিজাইন হয়। ♣ চট্টগ্রামেও মোমিন রোডে দি-অ্যাড কমিউনিকেশন, কদম মোবারক লাইনে পুরবা, আন্দরকিল্লা মোরে সার্ভার স্টেশন, সামস ক্রিয়েশন ও আসাদগঞ্জের হিফস মিডিয়া ম্যানেজমেন্টে ভাল ম্যাগাজিন ডিজাইনের কাজ হয়। এছাড়াও আমার অজানা আরো বিভিন্ন জায়গাই ভালো কাজ হয়। ♣ ভাল ম্যাগাজিন করতে হলে দক্ষ ও অভিজ্ঞ ডিজাইনার প্রয়োজন। আমি নিজেকে দক্ষ ও অভিজ্ঞ কোনটিই বলবনা তবে কিছু নাম করা প্রিন্টিং প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে কিছু বড় প্রতিষ্ঠান বা কোম্পানির ভাল কিছু ম্যাগাজিন করার সুযোগ হয়েছে। যেমন চট্টগ্রামের সাড়া-জাগানো ফ্যাশন ম্যাগাজিন “ক্লিক”, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিকের কোয়ার্টারলি ম্যাগাজিন, নেভি অ্যানকারেজ স্কুল এন্ড কলেজের