Skip to main content

Posts

Showing posts from September, 2018

ছবির ব্যাকগ্রাউন্ড কেটে ফেলুন ১ মিনিটে ও ছবির সৌন্দর্য্য বাড়ান কয়েকগুণ

Download Practicing Files ► https://goo.gl/PzMSr5 ________________________________________ SUBSCRIBE ► https://goo.gl/dgg8j7 #Photo_Background_Removal by Saiful Bin A Kalam ফটোশপের অন্যতম কাজ হলো ছবির ব্যাকগ্রাউন্ড কাটা ( Background Removal)। নিঁখুতভাবে ও কুইক সিলেকশনের মাধ্যমে অল্প সময়ে ও কম কষ্টে সিলেকশন তৈরি করে ছবির ব্যাকগ্রাউন্ড কাটতে ভিডিওটি দেখুন। ভিডিওতে আরো দেখতে পাবেন, কীভাবে ছবির কালার কারেকশন (Color Correction) করতে হয়। --------------------------------------------------------------------------------------------- যারা আমাদের রেগুলার পেইড গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হতে চান তারা নিচের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ক্লাসগুলো অনলাইন ও প্রাইভেট কোম্পানিগুলোতে কাজ করার উপযোগী করেই তৈরি করা হয়েছে। সীমিত সংখ্যক স্টুডেন্টদের ভর্তি করায় সিট ক্যাপাসিটি অনুযায়ী। আমাদের প্রদত্ত নাম্বারে ফোন করে ভর্তি তথ্য জেনে নিন। --------------------------Technoza-------------------------- 🏠 ১৮০, রায়হান কমপ্লেক্স, নবাব সিরাজ-উদ-দৌলা রোড, চকবাজার, চট্টগ্র

Professional CV design without any Software - Write a powerful CV

Video: https://youtu.be/_MjvwjnO2mI একটি সুন্দর সিভি (CV) চাকরি পাওয়ার পূর্ব শর্ত। জীবন বৃত্তান্তই (CV / Resume) বলে দিবে আপনি চাকরিটির যোগ্য কিনা। যেখানে আপনি যেতে পারছেন না সেখানে আপনার সিভি (Curriculum vitae) যাবে। আর সিভি যদি কোম্পানিকে আকর্ষণ করতে পারে কেবল তাহলেই কোম্পানিতে আপনি ইন্টার্ভিউ কল পাচ্ছেন। তার মানে সিভিই আপনার ইন্টার্ভিউ কল পাওয়া না পাওয়ার মূল কারণ। তাই সিভিটাকে অত্যন্ত গোছালো ও প্রাসঙ্গিক করে তৈরি করুন। সিভি হতে হবে আকর্ষণীয়। কারণ ইন্টারভিউয়ার একটা সিভিতে ৫-১০ সেকেন্ডের বেশি সময় দেন না। আপনি যদি সকলের থেকে আলাদা ডিজাইনের একটা সিভি (CV) সাবমিট করতে পারেন তাহলে সিভিই আপনাকে ইন্টার্ভিউ পর্যন্ত নিয়ে যাবে। সাধারণত ডিজাইনেবল সিভিগুলো গ্রাফিক ডিজাইনাররা তৈরি করে থাকেন অথবা বিভিন্ন মার্কেটপ্লেস থেকে ৫-৬ ডলার খরচ করে ফরমেট কিনে নিতে হয়। কিন্তু সাইফুল বিন আ কালামের এই ভিডিওটি দেখলে আপনি নিজেই অনলাইনের একটি টুল (https://novoresume.com) ব্যবহার করে বানিয়ে নিতে পারেন প্রফেশনাল ও হাই-রেটেড একটি সিভি। ভিডিওটি দেখে নিজে নিজেই তৈরি করে ফেলুন নিজের একটি অসাধারণ