Skip to main content

Posts

Showing posts from February, 2018

মুখে বললেই টাইপ হয়ে যাবে পৃথিবীর যে কোন ভাষা (Smartness-2)

হাতের মুঠোয় আছে উন্নত প্রযুক্তি (Smart Technology) যা ব্যবহারে জীবন হতে পারে আরো সহজ ও আরামপ্রদ। স্মার্ট হ্যান্ডসেট সকলেই ব্যবহার করে, তবে সকলেই কি স্মার্টফোনের স্মার্ট টেকনোলজিগুলোর সাথে পরিছিত আছেন? চলুন আজকে আমরা পরিচিত হবো একটি স্মার্ট কি-বোর্ডে র সাথে যার সাহায্যে মোবাইলে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দিসহ পৃথিবির অন্যতম সব ভাষা টাইপিং -এর পাশাপাশি Voice typing করা যাবে। অর্থাৎ মুখে বলেলই Automatic Type হয়ে যাবে । অ্যাপটির নাম Gboard বা Google Key-board . গুগলের এই কি-বোর্ডটি (G Board) ব্যবহার করতে হলে আপনি অন্য কোন কি-বোর্ড ব্যবহার করতে পারবেন না। অন্য key board থাকলে যেমন Ridmik Keyboard তা আন-ইনস্টল করে দিয়ে Play Store থেকে gboard অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ডাউনলোড লিংক: https://goo.gl/csuy2E এবার শুরু করুন Voice Typing সহ আরো অনেক কিছু। আমি সাইফুল বিন আ. কালাম এই ভিডিওতে Gboard নিয়ে বিস্তারিত দেখিয়েছি। ইনস্টল থেকে শুরু করে সব কিছু। বাংলা, ইংরেজি, আরবি ও হিন্দি ভাষা Voice typing করে দেখিয়েছি। দেখিয়েছি জি-বোর্ডের আরো কিছু মজার ফিচার। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

আপনি কি স্মার্টফোন থাকা সত্বেও আন-স্মার্ট? মোবাইলফোন হারালেও হারাবে না নাম্বার যদি একটু Smart হোন। ১

স্মার্ট ফোন ইউজ করলেই কি স্মার্ট হওয়া যায়? স্মার্ট হতে হলে জানতে হবে স্মার্ট ফোনের ফিচারগুলো। স্মার্ট ফোনের স্মার্ট সুবিধাগুলো জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। আজকের ভিডিওতে আমি সাইফুল বিন আ. কালাম ও আমার কো-আর্টিস্ট নবাগত আমিনুল ইসলাম মুমিন দেখিয়েছি স্মার্ট ফোনের একটি জরুরি কাজ। স্মার্ট ফোন হারিয়ে যাওয়া, চুরি হওয়া বা নষ্ট হওয়া অস্বাভাবিক কোন কিছু নয়। তবে এতে যদি আপনার সারা জীবনের সেভকৃত নাম্বারগুলো হারিয়ে যায় তাহলে আফসুসের শেষ সীমা ছাড়িয়ে যাবে। কিন্তু আপনি যদি একটু স্মার্ট হয়ে নাম্বারগুলো ফোনে বা সিমে সেভ না করে ই-মেইলে সেভ করেন, তাহলে নতুন মোবাইল থেকে একই ই-মেইল দিয়ে লগ-ইন করলেই সব নাম্বার মুহুর্তেই পেয়ে যাবেন। ভিডিওট এখনই দেখুন: https://youtu.be/DCcCbBxPXlY স্মার্ট ফোনের এরকম অসংখ্য ফিচার নিয়ে আমার এই স্মার্টনেস সিরিজ ভিডিও। প্রতিটি ভিডিওতে একেকটি স্মার্টনেস নিয়ে ভিডিও তৈরি করা হবে। পরবর্তী ভিডিওটি অর্থাৎ স্মার্টনেস ২ আসবে “পৃথিবীর যে কোন ভাষা মুখে বললেই অটো টাইপ হয়ে যাবে” শিরোনামে। এই ভিডিওতে থাকবে; কীভাবে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দিসহ পৃথিবীর সব ভাষা মুখে ব